Al-Furqan আল-ফুরক্বান

তরজমায়ে উম্মুল উমাম আলাইহাস সালাম

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদায় পবিত্র কুরআন শরীফের বিশুদ্ধ তরজমা

 
আল বাকারা
আলিফ লাম মীম
আল বাকারা
بِسْمِ اللّٰہِ الرَّحْمـٰنِ الرَّحِیۡمِ
الٓـمّٓ ۱

আলিফ লাম মীম। এই হরফ মুবারক সমূহকে হুরূফে মুক্বাত্ত্বয়াত (حروف مقطعات) অর্থাৎ “ আলাদা বা পৃথক হরফ মুবারক” বলা হয়। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মোট ২৯টি সূরা শরীফ উনার শুরুতে হুরূফে মুক্বাত্ত্বয়াত রয়েছে। যার অর্থ মুবারক মহান আল্লাহ পাক তিনি এবং উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাই অধিক ভালো জানেন।

ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡہِ ۚۛ ہُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ ۲

ইহা এমন এক কিতাব মুবারক যার মধ্যে কোনো সন্দেহ নেই। মুত্তাক্বীগণ উনাদের জন্য রয়েছে হিদায়েত অর্থাৎ ইহা মুত্তাক্বীগণ উনাদের জন্য পথ প্রদর্শক।

الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِالۡغَیۡبِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ۙ ۳

যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন, নামায কায়েম করেন এবং উনাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করেন বা দান করেন।

وَالَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ ۚ  وَبِالۡاٰخِرَۃِ ہُمۡ یُوۡقِنُوۡنَ ؕ ۴

আর উনারা এমন বিষয়ে বিশ্বাস স্থাপন করেন যা আপনার প্রতি নাযিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা নাযিল করা হয়েছে এবং পরকালের প্রতিও উনারা ইয়াক্বীন রাখেন বা দৃঢ় বিশ্বাস স্থাপন করেন।

اُولٰٓئِکَ عَلٰی ہُدًی مِّنۡ رَّبِّہِمۡ ٭ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ۵

উনারাই স্বীয় রব মহান আল্লাহ পাক উনার হিদায়েত উনার উপর প্রতিষ্ঠিত অর্থাৎ হেদায়েত প্রাপ্ত এবং উনারাই কামিয়াব বা সফলকাম।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا سَوَآءٌ عَلَیۡہِمۡ ءَاَنۡذَرۡتَہُمۡ اَمۡ لَمۡ تُنۡذِرۡہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ۶

নিশ্চয়ই যারা কাফির, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন অথবা নাই করুন তারা ঈমান আনবে না। তাদের নিকট উভয় অবস্থাই সমান বা বরাবর।

خَتَمَ اللّٰہُ عَلٰی قُلُوۡبِہِمۡ وَعَلٰی سَمۡعِہِمۡ ؕ  وَعَلٰۤی اَبۡصَارِہِمۡ غِشَاوَۃٌ ۫  وَّلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ٪ ۷

মহান আল্লাহ পাক তিনি তাদের অন্তরসমূহ এবং কর্ণসমূহ মোহরাঙ্কিত করেছেন অর্থাৎ তাদের কুফরীর কারণে তাদের অন্তরসমূহ এবং কর্ণসমূহ মোহরাঙ্কিত হয়ে গেছে এবং তাদের চক্ষু সমূহে রয়েছে পর্দা এবং তাদের জন্য রয়েছে বড় বা মহা শাস্তি। (রুকু-১)

অনন্য বৈশিষ্ট্য সমূহঃ

  • সম্পূর্ণ কুরআন শরীফের নির্ভুল ও সহীহ তরজমা
  • নূরানী-হাফেজী কুরআন শরীফ অনুযায়ী তেলাওয়াত শ্রবণ
  • পবিত্র সূরা, রুকু, আয়াত, পৃষ্ঠা, পারা, আরবী ইবারত, বঙ্গানুবাদ দ্বারা সার্চ
  • নূরানী-হাফেজী কুরআন শরীফ অনুযায়ী ওয়াকফ ও রুকু
  • পবিত্র আয়াত শরীফ বুকমার্ক করার ব্যবস্থা
  • কুরআন শরীফ মুখস্থের জন্য নিজস্ব প্লেলিস্ট তৈরির সুবিধা
  • কুরআন শরীফ পাঠের মৌলিক নিয়মাবলী

পবিত্র কুরআন শরীফের সম্পূর্ণ তরজমা পড়তে রেজিস্ট্রেশন করুন এবং এককালীন সাবস্ক্রিপশন ফী বাবদ মাত্র ৩৫০ টাকা হাদিয়া প্রদান করুন।

রেজিস্ট্রেশন/সাবস্ক্রিপশন