আলিফ লাম মীম। এই হরফ মুবারক সমূহকে হুরূফে মুক্বাত্ত্বয়াত (حروف مقطعات) অর্থাৎ “ আলাদা বা পৃথক হরফ মুবারক” বলা হয়। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মোট ২৯টি সূরা শরীফ উনার শুরুতে হুরূফে মুক্বাত্ত্বয়াত রয়েছে। যার অর্থ মুবারক মহান আল্লাহ পাক তিনি এবং উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাই অধিক ভালো জানেন।
ইহা এমন এক কিতাব মুবারক যার মধ্যে কোনো সন্দেহ নেই। মুত্তাক্বীগণ উনাদের জন্য রয়েছে হিদায়েত অর্থাৎ ইহা মুত্তাক্বীগণ উনাদের জন্য পথ প্রদর্শক।
যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন, নামায কায়েম করেন এবং উনাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করেন বা দান করেন।
আর উনারা এমন বিষয়ে বিশ্বাস স্থাপন করেন যা আপনার প্রতি নাযিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা নাযিল করা হয়েছে এবং পরকালের প্রতিও উনারা ইয়াক্বীন রাখেন বা দৃঢ় বিশ্বাস স্থাপন করেন।
উনারাই স্বীয় রব মহান আল্লাহ পাক উনার হিদায়েত উনার উপর প্রতিষ্ঠিত অর্থাৎ হেদায়েত প্রাপ্ত এবং উনারাই কামিয়াব বা সফলকাম।
নিশ্চয়ই যারা কাফির, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন অথবা নাই করুন তারা ঈমান আনবে না। তাদের নিকট উভয় অবস্থাই সমান বা বরাবর।
মহান আল্লাহ পাক তিনি তাদের অন্তরসমূহ এবং কর্ণসমূহ মোহরাঙ্কিত করেছেন অর্থাৎ তাদের কুফরীর কারণে তাদের অন্তরসমূহ এবং কর্ণসমূহ মোহরাঙ্কিত হয়ে গেছে এবং তাদের চক্ষু সমূহে রয়েছে পর্দা এবং তাদের জন্য রয়েছে বড় বা মহা শাস্তি। (রুকু-১)
অনন্য বৈশিষ্ট্য সমূহঃ
পবিত্র কুরআন শরীফের সম্পূর্ণ তরজমা পড়তে রেজিস্ট্রেশন করুন এবং এককালীন সাবস্ক্রিপশন ফী বাবদ মাত্র ৩৫০ টাকা হাদিয়া প্রদান করুন।
রেজিস্ট্রেশন/সাবস্ক্রিপশনআল-ফুরক্বান © স্বত্ব সংরক্ষিত